এনএসইউতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপন

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ তার গ্রন্থাগারের মাধ্যমে একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সহায়তা করে আসছে।

এই বছরের প্রতিপাদ্য, ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’, গবেষণা, সহযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে এনএসইউ নানা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, চার স্কুলের ডিন, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা। ছাত্র, শিক্ষক এবং গ্রন্থাগার পেশাদারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ উপলক্ষে এনএসইউ লাইব্রেরি গবেষণা সহায়তা কর্মশালা, অন-দ্য-স্পট লাইব্রেরি ব্যবহারকারী সেবা, শোভাযাত্রা, ফটো সেশন এবং বকেয়া বই ফেরত দেওয়ার জন্য জরিমানা মওকুফের মতো বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ক্যাম্পাসজুড়ে ব্যানার প্রদর্শন, সোশ্যাল মিডিয়া প্রচারণা এবং ‘আই লাভ এনএসইউ লাইব্রেরি’ ব্যাজ বিতরণের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রমকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়।

এনএসইউ লাইব্রেরি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত। 

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
  • ২২ জানুয়ারি ২০২৬
সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬