এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২১ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ PM
বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও অতিথিরা

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও অতিথিরা © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ খান—স্পিকার, অথর, এডুকেটর এবং কনসালট্যান্ট ও ফাউন্ডার অব মডার্ন ই-লার্নিং।

সেমিনারের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষকরা ও শতাধিক শিক্ষার্থী।

মূল বক্তব্যে ড. বদরুল এইচ খান শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা, শেখার অভিজ্ঞতা উন্নয়নে এআইয়ের ভূমিকা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নৈতিক কাঠামোর মধ্যে এআই প্রয়োগ করলে শিক্ষা হবে আরও ব্যক্তিকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় উচ্চশিক্ষায় এআই ও আধুনিক প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গুণগত শিক্ষা নিশ্চিত করতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সেমিনারটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের জন্য একটি ফলপ্রসূ ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়। আলোচনার বিষয়বস্তু, বাস্তব উদাহরণ এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা এআই-ভিত্তিক শিক্ষার বাস্তব প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে। 

একই সঙ্গে শিক্ষকবৃন্দ আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মূল্যবান দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পান। সামগ্রিকভাবে, সেমিনারটি জ্ঞান বিনিময় ও একাডেমিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ হলো পে-স্কেলের সভা, পেনশন নিয়ে বড় সুখবর দিল কমিশন
  • ২১ জানুয়ারি ২০২৬
যশোরে ছয়টি আসনে প্রতীক পেলেন ৩৫ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় চীনা প্রতিনিধিদলের পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9