সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ PM
মুন্সিগঞ্জে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে

মুন্সিগঞ্জে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দলীয় সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অনেকে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় শাহিন গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও নেতাকর্মীরা জানায়, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী আবদুস সালাম আজাদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে দুপুরে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে একটি মিছিল কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী-সমর্থকরা। 

একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ১০ জন আহত। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনরুল হক সাংবাদিকদের জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

ওসি মনরুল হক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬
বছরে ৬০, প্রথম কিস্তিতে ১৫ হাজার করে বৃত্তি পেলেন ঢাবির ১৫০…
  • ২২ জানুয়ারি ২০২৬