আটক শিক্ষার্থী © সংগৃহীত
গাজিপুর বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর বিশ্ববিদ্যালয় আইইউটি। গতকাল ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়টির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০২১ ব্যাচের শিক্ষার্থী আব্দুর মোহায়মিন কে রাজশাহী থেকে আটক করেন পুলিশ।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও মেকানিক্যাল এন্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড.হামিদুর রহমান সাহায্য চেয়ে পোস্ট করেন অ্যালামনাইদের গ্রুপে।
সাহায্য চেয়ে পোস্টে এ শিক্ষক বলেন, আমার একজন আইইউটি ছাত্রকে আজ রাজশাহীতে আন্দোলনের সময় গ্রেফতার করা হয়েছে। কেউ কি তাকে পুলিশ স্টেশন থেকে মুক্ত করতে সাহায্য করতে পারবেন? আমি রাজশাহী বিভাগের কমিশনারকে কল করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কল রিসিভ করছেন না।
পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্ববিদ্যালয়টির দেশি ও বিদেশি শিক্ষার্থীদের মাঝে।