ভিডিও গেম নয়, সন্তানদের বিকালে খেলার মাঠে আনুন: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন  © সংগৃহীত

আজ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আমাদের শিশু সন্তানদের সুষ্ঠু বিকাশে কম্পিউটার বা ভিডিও গেম নয়, খেলাধুলার জন্য তাদের বিকালে খেলার মাঠে আনুন।

শনিবার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমাদের ছোট শিশুরা, যারা ভবিষ্যৎ প্রজন্ম, এখন টেলিভিশন, কম্পিউটার, বিভিন্ন ধরনের ভিডিও গেমের মাধ্যমে আমাদের এই সোনার ছেলেদের চোখ নষ্ট হচ্ছে। তারা বাইরে যায় না, খেলাধুলা করে না, যেন একটা যন্ত্র চালিত মানুষ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শরীর মেধা মনন বিকাশে খেলাধুলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরও পড়ুন: তিন বছরেও অধিগ্রহণ হয়নি নতুন ক্যাম্পাসের সম্পূর্ণ জমি

তিনি আরও বলেন, আমাদের সময়ে আমরা মাঠে প্রচুর সময় কাটাতাম। কিন্তু এখনকার ছেলে-মেয়েরা আর মাঠে যায় না। কম্পিউটারে বসে ভিডিও গেম খেলে। আমি সম্মানিত সকল অভিভাবককে অনুরোধ করবো, আমরা আমাদের সন্তানদের যেন বিকেলে অন্তত একটু মাঠে নিয়ে যাই, খেলাধুলার পরিবেশ তৈরি করে দিই। কেন না খেলার মাধ্যমে মানুষের বিভিন্ন পরিবর্তন হয়। এখান থেকে শিশুরা জয় পরাজয় সম্পর্কে শিখতে পারে।  মানবিক ভাবে তৈরি হয় তারা, বুদ্ধিও প্রখর হয়।  

প্রতিমন্ত্রী বলেন, শুধু পড়াশোনা, বই বিতরণ বা উপবৃত্তি নয়, শিশুদের খেলাধুলার প্রতিও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ, বঙ্গমাতা গোল্ডকাপসহ বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে সরকার শিশুদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।  

প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বেলুন এবং পায়রা উড়ানোর মাধ্যমে । এছাড়া যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহিবুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন।


সর্বশেষ সংবাদ