১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ PM
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন

১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন © সংগৃহীত

সামাজিক, শিক্ষামূলক ও ওয়েলফেয়ারমূলক প্রতিষ্ঠান দ্যা স্কলারস ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়াম-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সদস্য সচিব ইমদাদুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। সঞ্চালনার বক্তব্যে তিনি বলেন, দ্যা স্কলারস ফাউন্ডেশন আজ শুধু বৃত্তি প্রদান করছে না; আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি একটি আস্থা, একটি দায়িত্ব এবং একটি স্বপ্ন। স্বপ্ন—তোমরা জ্ঞানে আলোকিত হবে, নৈতিকতায় দৃঢ় হবে এবং দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের পরিচালক আসিফ আব্দুল্লাহ বলেন, বর্ষ পরিক্রমায় দ্যা স্কলারস ফাউন্ডেশন ৩২তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে আত্মউন্নয়ন ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা শিক্ষক, শিক্ষার্থী ও সুধীমহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, একজন সফল মানুষ হতে হলে দক্ষতার পাশাপাশি নৈতিকতার কোনো বিকল্প নেই। নৈতিকতা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে। শিক্ষিত জাতি গড়তে হলে ছাত্রসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার্থীদের সত্যবাদী ও পিতা-মাতার অনুগত হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বলেন, ভালো মানুষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হতে হলে ধর্মীয় মূল্যবোধ চর্চা জরুরি। ধর্ম কখনো উগ্রতা শেখায় না। মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে উঠলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। বৃত্তি প্রকল্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহ দিয়ে থাকি। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দ্য স্কলারস  ফাউন্ডেশন প্রতিবছর রাজধানীর স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। 

২০২৫ সালে ৪ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রমে ঢাকার প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ৭ নভেম্বর ২০২৫, মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২৫ ডিসেম্বর ২০২৫।

এ বছর সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল (২৫ জন) ও সাধারণ (১০৬ জন) মিলিয়ে মোট ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৯৭ জন, মাদ্রাসা শিক্ষার্থী ৩৪ জন, ছেলে ৭৩ জন এবং মেয়ে ৫৮ জন।

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শ্রেণিভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট, কলম,চাবির রিং  প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতেই তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। আগামী বছর আরও বৃহৎ পরিসরে নতুন চমক নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হবে দ্যা স্কলারস ফাউন্ডেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক এনামুল হক, নির্বাহী পরিচালক আব্দুল তাহিদ,নির্বাহী সদস্যবৃন্দ ও বিভিন্ন জোন প্রতিনিধিগণ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কঠিন পরীক্ষা : মির্জা ফখরুল
  • ২০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স…
  • ২০ জানুয়ারি ২০২৬
চাকরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভ…
  • ২০ জানুয়ারি ২০২৬
আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
  • ২০ জানুয়ারি ২০২৬
ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর
  • ২০ জানুয়ারি ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9