সাভারে যাত্রা শুরু হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান

বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান © সংগৃহীত

সাভারে যাত্রা শুরু করল বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। নৌবাহিনীর উদ্যোগে নবগঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, যেখানে গুণগত ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সাভারে বিরুলিয়ার ছোট কালিয়াকৈরে ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার’- এর শুভ উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

এ সময় ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। 

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করে যাচ্ছে।

‘শিক্ষাই প্রগতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার’ বর্তমানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর। একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠন ও শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক ও বিস্তৃত খেলার মাঠ। গুণগত  ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির মাধ্যমে দক্ষ ও মেধাবী মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে নৌবাহিনীর পরিচালিত স্কুলসমূহ কাজ করে যাচ্ছে। এখানে সামরিক-অসামরিক ও সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। 

উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ‘নৌবাহিনী এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। এ ছাড়া থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই, যা শিক্ষা বিস্তারে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবজ্জ্বল স্বীকৃতি।

পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9