ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা ‘শাকসু নির্বাচন স্থগিত কেন—জবাব চাই, দিতে হবে’, ‘লন্ডন না শাকসু, শাকসু শাকসু’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। অথচ আজ ছাত্রদল সেই নির্বাচন বাধাগ্রস্ত করছে। তারা হারার ভয়ে নির্বাচনে আসতে চায় না। অতীতে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই তারা পরাজিত হয়েছে। সেই ভীতি থেকেই শাকসু নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে চেম্বার জজকোর্টের মাধ্যমে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’
সমাবেশে তা'মীরুল মিল্লাত শাখা শিবিরের অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দ্রুত নির্বাচনের দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।