গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল © সংগৃহীত
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত আয়োজন ‘গ্লেনফেস্ট ২০২৬’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই উৎসবে পুরো স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দময় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-এ।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্লেনফেস্ট রূপ নেয় প্রতিভা, সৃজনশীলতা ও সম্মিলিত আনন্দের এক প্রাণবন্ত মিলনমেলায়। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল অরা বিডি। পাশাপাশি ইউনাইটেড হেলথকেয়ার, স্বদেশ প্রপার্টিজ ও বক্সলাইট স্পন্সর হিসেবে যুক্ত ছিল। অ্যাকটিভিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে হাইপার প্লেগ্রাউন্ডস। সবার সহযোগিতায় আয়োজনটি সফল ও বর্ণিল রূপ পায়।
সবার জন্য উন্মুক্ত এই উৎসবে দিনভর ছিল নানা ধরনের কার্যক্রম ও প্রতিযোগিতা। ক্ষুদে শিল্পীরা এসব আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিপ অ্যান্ড পেইন্ট’ সেশন, যেখানে অভিভাবক-সন্তান জুটি ও শিক্ষার্থীরা শিল্পচর্চার পাশাপাশি বিনোদনের আনন্দ উপভোগ করেন।
সংগীতানুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘উইথ ইমতিয়াজ’ ও ‘ব্ল্যাক জ্যাং’-এর লাইভ পারফরম্যান্স। পাশাপাশি লাইফ-সাইজ ট্রান্সফরমার চরিত্র বাম্বলবি ও আয়রন ম্যানের সঙ্গে ছবি তোলার সুযোগ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। কৃত্রিম তুষারপাত পুরো ভেন্যুতে শীতের আবহ এনে দেয়।
হাইপার প্লেগ্রাউন্ডস দর্শনার্থীদের জন্য আয়োজন করে বাউন্সি ক্যাসল, ইনফ্ল্যাটেবল ফুটবল ফিল্ড ও বাধা অতিক্রমের বিভিন্ন ধরনের খেলা, যা শিশুদের আনন্দে ভরিয়ে তোলে। এছাড়া উৎসবে ছিল ৫০টিরও বেশি খাবার ও শপিং স্টল। স্থানীয় হস্তশিল্প, বই, পোশাক এবং নানা রকম দেশীয় ও জনপ্রিয় খাবারে এসব স্টল ছিল ভরপুর।
অনুষ্ঠানের শেষ পর্বে অরা বিডি আয়োজিত বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের অধ্যক্ষ আনিত অরোরা বলেন, এ বছরের গ্লেনফেস্ট আমাদের স্কুলের প্রাণশক্তি ও সম্প্রদায়বোধকে দারুণভাবে তুলে ধরেছে। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সত্যিই স্মরণীয় করে তুলেছে।