প্রাথমিকের ৯৬ শতাংশ বই পৌঁছেছে থানায়, শিক্ষার্থীরা পাবে কবে?

প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই সিংহভাগই ছাপা শেষ হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই সিংহভাগই ছাপা শেষ হয়েছে  © ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সাড়ে আট কোটি নতুন বই হাতে পাবে। ইতিমধ্যে প্রায় ৯৭ শতাংশের কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকিগুলোর কাজও শেষ হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে। জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনসিটিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা চলতি বছর ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি নতুন বই পাবে। এর মধ্যে ৮ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ছাপা হয়েছে। মান নিয়ন্ত্রণের পিডিআই সম্পন্ন হয়েছে ৮ কোটি ৪২ লাখ ১৩ হাজারের, যা মোট প্রস্তুত বইয়ের ৯৮ দশমিক ০১ শতাংশ।

ছাপা হয়ে যাওয়া নতুন বইয়ের মাত্র ১ দশমিক ৯৯ শতাংশের পিডিআই বাকি আছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে ৮ কোটি ৩১ লাখ ১৯ হাজার বই। সবমিলিয়ে ৯৬ দশমিক ৭৪ শতাংশ বইয়ের কাজ সম্পন্ন হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু। তিনি আজ রবিবার (৭ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রাথমিকের ৯৬ শতাংশ নতুন বই থানা পর্যায়ে চলে গেছে। সেখানে থেকে বিদ্যালয়ে চলে যাবে।’

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবারও জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না। বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে। 

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence