প্রাথমিকের শিশুর বিকাশে মন্ত্রণালয়ের ‘অভিভাবক নির্দেশিকা’, দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠা, পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং ভাল মানুষ হয়ে গড়ে তুলতে অভিভাবকদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকার ভূমিকায় বলা হয়েছে, ‘শিশুর বেড়ে ওঠা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়, বাবা-মা ও পরিবারের প্রতিটি সদস্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ছোটবেলায় শিশুরা দ্রুত শেখে, তাই তাদের শারীরিক যত্ন, মানসিক বিকাশ, ভাল অভ্যাস গড়ে তোলা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়া খুব জরুরি। এই নির্দেশিকায় বাবা-মা বা অভিভাবকদের জন্য এমন কিছু সহজ করণীয় রয়েছে, যা অনুসরণ করলে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে, পড়াশোনায় আগ্রহী হবে এবং ভাল মানুষ হয়ে গড়ে উঠবে।’
অভিভাবক নির্দেশিকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি, ভাষা ও যোগাযোগ, মানসিক ও বুদ্ধিবুত্তিক বিকাশ, সামাজিক ও আবেগীয় বিকাশ, নৈতিকতা ও ধর্মচর্চা, স্বাস্থ্য ও পুষ্টি, নিরাপত্তা এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক বিষয়ে করণীয় কার্যক্রম সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রতি শিশুর ইতিবাচক মনোভাব তৈরি এবং মোবাইল আসক্তি প্রতিরোধে কার্যকর দিকনির্দেশনাও এখানে সংযোজিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, নির্দেশিকাটি অভিভাবকদের তাদের সন্তানদের দৈনন্দিন জীবনযাপন, অভ্যাস, আচরণ, শিক্ষা ও সামাজিক অংশগ্রহণকে ইতিবাচকভাবে পরিচালিত করতে সহায়তা দিবে। এর ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা, মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকশিত হবে, যা একটি সুস্থ, শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে।
নির্দেশিকা আলোচ্য সূচি অনুযায়ী, এতে শিশুর বিকাশ ও করণীয় অর্থাৎ শারীরিক বৃদ্ধি ও বিকাশে করণীয়, ভাষা ও যোগাযোগ বিকাশে করণীয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক (চিন্তাশক্তি ও মেধা) বিকাশে করণীয়, সামাজিক ও আবেগীয় বিকাশ এবং বিদ্যালয়ের প্রতি শিশুর ইতিবাচক মনোভাব তৈরিতে করণীয়, শিশুর নৈতিকতা ও ধর্মচর্চায় করণীয়, শিশুর মোবাইল আসক্তি ও টিভি ব্যবহার নিয়ন্ত্রণে করণীয়, শিশুর সুস্থতা নিয়ন্ত্রণে স্বাস্থ্য গঠন ও পুষ্টি বিষয়ে সচেতনতা, শিশুর নিরাপত্তায় অভিভাবকদের করণীয়, নিজেদের ভাল রাখতে অভিভাকদের করণীয় এবং শিক্ষক-অভিভাবক সুসম্পর্ক তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।
অভিভাবক নির্দেশনা দেখুন এখানে