প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঘাটতি পূরণে যে নির্দেশ দিলেন উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৮ PM
শিক্ষক স্বল্পতার কারণে যেন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য যে সব বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে- তা দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছেন তিনি।
রবিবার (৯ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় চলমান উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে পরিদর্শন করা বিদ্যালয়গুলোর অবস্থান। বিদ্যালয়গুলো হলো- পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন: তিন দাবি নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসছেন প্রাথমিক শিক্ষকরা
নাগরিক সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান দেখে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।
পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।