তিন দাবি নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসছেন প্রাথমিক শিক্ষকরা

তিন দাবিতে আন্দোলন করছেন প্রাথমিক শিক্ষকরা
তিন দাবিতে আন্দোলন করছেন প্রাথমিক শিক্ষকরা  © ফাইল ছবি

তিন দাবি নিয়ে আজ সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সচিবালয়ের এ সভা থেকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে তাদের এসব দাবির পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখান থেকে ফিরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রবিবারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এদিন রাতে কর্মবিরতি স্থগিতের ঘণ্টার মধ্যেই পুনরায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত নেত্রী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষকদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয়ের চাপের মুখে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। আমার চাকরি চলে যাক, আমি কর্মবিরতি স্থগিতাদেশ প্রত্যাহার করলাম। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে।’ পাশাপাশি আন্দোলন সফল করতে সারাদেশের প্রাথমিক শিক্ষকদের শহীদ মিনারে যোগদানের আহবান জানান তিনি।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের নেতা ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মবিরতি স্থগিত করেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলবে।

আরও পড়ুন: শাহবাগে রাতভর অবস্থান ১–১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকদের

আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় তাদের দাবিগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি সভা রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি। এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। সাউন্ড গ্রেনেডে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাদের তিন দফা দাবি হলো-সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

তাদের দাবির নিয়ে রবিবার সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবির বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুততার সঙ্গে সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!