একমাস বাকি থাকতেই প্রস্তুত হচ্ছে প্রাথমিকের ৮ কোটি বই

০৯ নভেম্বর ২০২৫, ০২:০১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে সাড়ে আট কোটি নতুন বই

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে সাড়ে আট কোটি নতুন বই © টিডিসি সম্পাদিত

নতুন শিক্ষাবর্ষে সাড়ে আট কোটি নতুন বই পাবে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। চলতি মাসের মধ্যেই বাকিগুলোর কাজও শেষ হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিটিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা চলতি বছর ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই পাবে। এর মধ্যে বাইন্ডিং হয়েছে ৭ কোটি ১০ লাখ ২৯ হাজার ৬৪৮ কপি, যা মোট বইয়ের ৮২ দশমিক ৬৬ শতাংশ।

শিক্ষার্থীদের জন্য নতুন বই প্রস্তুত হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৬১৫ কপি, যা ৮১ দশমিক ৪১ শতাংশ। মোট বই পিডিআই হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ১৫ লাখ ৫২৪ কপি বা ৬৯ দশমিক ২৬। ইতিমধ্যে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৪১০টি।

সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যে ৬০ দশমিক শূন্য ৪ শতাংশ বই মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে। ৫০২টি কেন্দ্রে এসব পাঠানো হয়েছে। সেখান থেকে বিদ্যালয়গুলোয় সরবরাহ করা হয়েছে। চলতি নভেম্বর মাসে ছাপা শেষ হলে জানুয়ারির আগেই বিদ্যালগুলোয় নতুন বই পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ট্রাস্টি বোর্ডে একই পরিবারের ৫ জনের বেশি সদস্য নয়

এ বিষয়ে এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৮ কোটি ৬০ লাখ নতুন বই পাবে। ইতিমধ্যে সারা দেশের প্রায় ৫৮৫টি কেন্দ্রে প্রায় কোটি ১৬ লাখ বই পাঠানো হয়েছে।’

চলতি মাসের মধ্যেই বাকি বই হাতে পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‘নতুন বই কেন্দ্রগুলোতে চলে যাবে। প্রাথমিকের শিক্ষার্থীরা সময়মতো বই পেয়ে যাবে। আমাদের কাজ দ্রুত সময়ে শেষ করা হচ্ছে।’

ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ জানুয়ারি ২০২৬
পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা, এডি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যা করেনি, করেছে পুলিশ: বিএনপি প…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দর্শকদের উদ্দেশ্যে যে বার্তা বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে টানা তৃতীয় দিনের মতো এক্সপার্ট ভিলেজ লিমিটেডে শ্রমি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9