এহসানুল মাহবুব জুবায়ের © সংগৃহীত
নির্বাচনের আগে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
আজ শনিবার (৩১ জানুয়ারি) মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সাধারণ ভোটাররা যেন ভোটকেন্দ্রে না আসেন, সেজন্য এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের। যারা ফ্যাসিবাদী করবে, সন্ত্রাসী করবে জনগণের সামনেই তাদের মুখোশ উন্মোচন করা হবে।
দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও নারীদের হেনস্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন হামলার বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। সরকার প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে দায়ি ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে বলেই আমাদের আশা। এছাড়া আগামীকাল নির্বাচন কমিশনে সার্বিক বিষয়ে জামায়াত স্মারকলিপি দেবে বলেও জানান জামায়াতের এই নেতা।