চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: গোলাম পর‌ওয়ার

৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ PM
চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভায় বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার

চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভায় বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই। চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান চান জামায়াত। একটি দল ৫ আগস্টের পর বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা এদেশে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতি দেখতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভা তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ কায়েম করতে চায়। বিগত সরকারের সময় আমরা দেখেছি কীভাবে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসন ও পেশিশক্তিকে ব্যবহার করেছে। তারা চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু ইতিহাস সাক্ষী—জুলুম ও অন্যায়ের পরিণতি কখনো ভালো হয় না। এক সময় তাদের এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।’

চাঁদপুরের রাজনীতি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ চাঁদপুরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, এ জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নের রাজনীতির পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির শিকার হয়েছে। 

নদীমাতৃক এ জেলায় ভাঙন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা নিয়ে জনগণের যে ন্যায্য দাবি—তা বারবার অবহেলিত হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, চাঁদপুরের মানুষ এখন আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না; তারা জবাবদিহিমূলক ও নৈতিক নেতৃত্ব চায়। আগামী দিনে চাঁদপুরের রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, যেখানে জনপ্রতিনিধি হবে জনগণের সেবক, মালিক নয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ১০ দলীয় জোটের সকলকে নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবো। জনগণই হবে সকল ক্ষমতার মালিক। তিনি বলেন, বর্তমানে একজন প্রধানমন্ত্রী একসাথে প্রধানমন্ত্রী, দলের প্রধান ও জাতীয় সংসদের প্রধানের দায়িত্ব পালন করেন—যা ক্ষমতার ভারসাম্য নষ্ট করে। জামায়াতে ইসলামী চায়, প্রধানমন্ত্রী যেন দলীয় প্রধান না হন। এতে প্রশাসনে স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে এবং রাষ্ট্র শক্তিশালী হবে।’

মিয়া গোলাম পরওয়ার চাঁদপুর-হাইমচর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং ফরিদগঞ্জ-৪ আসনে জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের সুযোগ করে দেবেন। এ ছাড়া অবশ্যই সাথে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করেন। 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
কেন্দ্রীয় মজলিশে শূরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মাওলানা মো. লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব মাওলানা হোসাইন আহমদ,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বুরহানুদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি ও এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারীসহ অন্য নেতারা।

উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া বলেন, চাঁদপুর একটি নদীমাতৃক এলাকা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ ভবন নির্মাণ, নদীভাঙন রোধে টেকসই বাঁধ এবং হাইমচরের চরাঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সদর জামায়াতে ইসলামীর আমির ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন মিয়াজী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাজুল ইসলাম সিয়াম এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন হিল্লা ও মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)আসনে নির্বাচনী জনসভায় সকাল ৯টায় অংশগ্রহণ করেন জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পর‌ওয়ার। পরে বেলা ১২ টায় চাঁদপুর সদর-৩ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬