শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার্থী

৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
নাটোর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও বিদ্রোহী তাইফুল ইসলাম টিপু এবং নাটোর-৩ আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও  বিদ্রোহী দাউদার মাহমুদ দাউদ

নাটোর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও বিদ্রোহী তাইফুল ইসলাম টিপু এবং নাটোর-৩ আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও বিদ্রোহী দাউদার মাহমুদ দাউদ © টিডিসি সম্পাদিত

উত্তরবঙ্গের অন্যতম জেলা নাটোর দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা। ঘাঁটি হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর আবির্ভাব উদ্বেগ বাড়াচ্ছে দলটির। ফলে দুটি গুরুত্বপূর্ণ আসন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) ও নাটোর-৩ (সিংড়া) নিজেদের দখলে রাখা নিয়ে সংশয়ে রয়েছেন নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিপরীতে শক্ত অবস্থানে থাকা বিদ্রোহী প্রার্থীদের কারণে এ দুটি আসনে বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আসনগুলো হাতছাড়া হওয়ার সম্ভাবনা নিয়ে দলটির ভেতরে বাইরে জোর আলোচনা চলছে।

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া): কোন্দলে বিভক্ত বিএনপি
নাটোর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী, মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। 

নেতাকর্মীরা বলছেন, স্থানীয়ভাবে প্রভাবশালী এ নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এ ছাড়া জামায়াতের প্রার্থী মাঠে সক্রিয় থাকায় এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ঐক্য নিশ্চিত করা না গেলে বিএনপির জন্য এই আসনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘এই আসনে আমার বাবা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। বাবার গড়ে তোলা রাজনৈতিক মাঠে আমাকে খুব একটা বেগ পেতে হচ্ছে না। লালপুর-বাগাতিপাড়ার মানুষ যেভাবে বাবাকে ভালোবাসতেন, আমাকেও সেভাবেই গ্রহণ করছেন। বিদ্রোহী প্রার্থীর প্রভাব আমার নির্বাচনে পড়বে না।’

নাটোর-৩ (সিংড়া): নতুন মুখ বনাম অভিজ্ঞ নেতৃত্ব
বিএনপির আরেকটি শক্ত ঘাঁটি নাটোর-৩ (সিংড়া) আসনেও পরিস্থিতি দলটির জন্য স্বস্তিদায়ক নয়। এখানে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের মতো অভিজ্ঞ নেতাকে বাদ দিয়ে তুলনামূলক নতুন মুখকে মনোনয়ন দেওয়ায় শুরু থেকেই দলের ভেতরে আলোচনা ও অসন্তোষ বিরাজ করছে। 

এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ দাউদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে এ আসনেও বিএনপির ভোট বিভাজনের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘নাটোরের সিংড়া আসন বিএনপির ঘাঁটি। এখানকার সাধারণ মানুষ যেভাবে ধানের শীষকে গ্রহণ করছে, কোনো বিদ্রোহী প্রার্থীই বিএনপির বিজয় আটকে রাখতে পারবে না।’

এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬