তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জনের

৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ AM
বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি

বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি © সংগৃহীত

বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে প্রায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই চুরির শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুও রয়েছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পর্যন্ত এ ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অন্তত ৭০ জন ভুক্তভোগী।

জনসভা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই জনসভাকে ঘিরে বগুড়া শহরে মানুষের ব্যাপক ঢল ও উত্তেজনা ছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ভিড়ে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলতাফুন্নেছা খেলার মাঠ। মূল মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ শহরের সাতমাথা ও আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোরচক্র। জনসভা শেষে বাড়ি ফেরার সময় অনেকেই পকেট বা ব্যাগে হাত দিয়ে দেখেন তাদের ফোনটি নেই। 

আরও পড়ুন: নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু

ভুক্তভোগীদের মধ্যে এক ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু জানান, শহরের স্টেশন রোডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন তার পকেট থেকে দেড় লাখ টাকা মূল্যের শখের ফোনটি চুরি হয়ে যায়। একইভাবে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও ফোন হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই শাহিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সবমিলিয়ে ৬০/৭০টির মত জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।

এর আগে, শুক্রবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, রাত ৯টা পর্যন্ত ৫০টির বেশি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোন চুরির অভিযোগে ভুক্তভোগীরা সাতমাথা এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, ‘ফোন হারানোর সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করছেন, আমরা সেই ফোনগুলো উদ্ধার করার জন্য গুরুত্ব দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তি ছাড়াও ভিন্ন কৌশলে হারানো ফোনগুলো উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬