নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু

৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৫ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস।

নিহতরা হলেন, উপজেলার নুরপুর গ্রামের শ্রী উজ্জ্বল পাহান(২৫), পিতা মৃত নরেন পাহান একই গ্রামের বীরেন পাহান (৫০), পিতা মৃত খোকা পাহান, বিপুল পাহান (২২) পিতা জিটুয়া পাহাড়, সঞ্জু উড়াও (৫০) পিতা মাংড়া উড়াও, বিপ্লব বড়ুয়া (২৫) পিতা অনিল পাহান বাটু।

জানা যায়, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পাটকাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬