নুরুল হক নুরকে শোকজ

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংসদীয় আসন-১১৩ ও পটুয়াখালী-৩ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং সিভিল জজ (বরিশাল) সাব্বির মো. খালিদ এই নোটিশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) বিধির স্পষ্ট লঙ্ঘন। 

এছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয় যে, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালায় এবং কয়েকজনকে আহত করে। এই ঘটনাকে আচরণবিধিমালার ৬ (ক) বিধির পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে।

আরও পড়ুন: তরুণ ভোট যাবে কোন বাক্সে, তাদের পক্ষে টানতে বিএনপি-জামায়াতের কৌশল কী?

এসব অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নোটিশটি দ্রুত জারি করে আদালতে প্রতিবেদন পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. হাসান মামুন। জোট সমঝোতার কারণে এই আসনে নুরুল হক নুর প্রার্থী হওয়ায় বিএনপি আলাদা প্রার্থী দেয়নি। তবে দলীয় মনোনয়ন না পেয়েও হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচনে অটল থাকেন, যার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে নুর ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় বিএনপির একটি অংশ হাসান মামুনের সমর্থক হওয়ায় সম্প্রতি নুরের পক্ষে কাজ না করার অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রচারণার শুরু থেকেই এই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন।

পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ধর্মের পথে চিত্রনায়িকা বর্ষা
  • ৩১ জানুয়ারি ২০২৬