এনসিপির ইশতেহারে যা থাকছে

২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাজধানীর গুলশানে হোটেল লেকশোর গ্র্যান্ড হোটেল লা ডিটা হলে "তারুন্য ও মর্যাদার ইশতেহার" শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে, ‘সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব’ মটোকে সামনে রেখে সাজানো হয়েছে এনসিপির ইশতেহার। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার ও জলবায়ুকে প্রাধন্য দিয়ে সাজানো হয়েছে বাস্তবমুখী ইশতেহার। 

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে নতুন বাংলাদেশ গঠনে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান। ছাত্রসমাজকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার, গবেষণায় বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের কথা বলা হয়েছে ইশতেহারে। নারীদের জন্য নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, ধর্ম-বর্ণ-জাতিসত্তাভেদে সমতা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়ও অন্তর্ভক্ত করা হয়েছে ইশতেহারে। এছাড়া ইশতেহারে তারুণ্য ও কর্মসংস্থানকে আলাদা দফা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

গত আগস্টে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছিল এনসিপি। সেই ২৪ দফার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নতুন করে পরিমার্জন, পরিবর্ধন ও সময়োপযোগী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এই দফাগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার রূপরেখা তুলে ধরা হয়েছে। 

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব’ মটো। নারী অধিকার, জলবায়ু, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে সময়োপযোগী ইশতেহার তৈরি করা হয়েছে। 

নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
লাল ফিতা সংস্কৃতি চিরতরে ভাঙা হবে, শিল্প মালিকদের অঙ্গীকার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
পাচার করা অর্থ ফিরিয়ে আনলে রাষ্ট্র তাদেরকে আরও সম্মান দেবে:…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই রাষ্ট্রপতির নামে থাকা সরকারি কলেজের নাম পরিবর্তন, প্রজ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬