নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া উপ কমিটির প্রধান মাহবুব আলম।
এদিকে এনসিপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির "তারুন্য ও মর্যাদার ইশতেহার" অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
এদিন দুপুর ৩ টায় রাজধানীর গুলাশানে হোটেল লেকশোর গ্র্যান্ড হোটেল লা ডিটা হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।