ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন © টিডিসি ফটো
যুবকদের ভাতা কিংবা অনুদানের ওপর নির্ভরশীল না করে টেকসই কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাবনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বুধবার বিকেলে পাবনার ভুলবাড়িয়া হাই স্কুল মাঠে ভুলবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে ভাতার মোহে আটকে না রেখে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। তাহলেই একটি মর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষিত যুবকদের জন্য উদ্যোক্তা তৈরি, কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ এবং আইটি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। রাষ্ট্র যদি সঠিক পরিকল্পনা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে, তাহলে যুবকরাই বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিতে পারবে।
জনসভায় তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে একজন যুবক চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরবে না; বরং সে নিজেই কর্মসংস্থানের স্রষ্টা হবে। ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার মাধ্যমে সেই বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’
যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে নৈতিকতা, সততা ও দক্ষতার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে। যুবসমাজ যদি সচেতনভাবে এগিয়ে আসে, তবে কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভায় সংগঠনের ইউনিয়ন আমির মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, শহীদ আব্দুল কাদেরের সন্তান হাসান মওদুদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, সাঁথিয়া উপজেলার সাবেক আমির ড. ইদ্রিস আলমসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এছাড়া জনসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।