তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান

২২ জানুয়ারি ২০২৬, ১০:১০ AM
সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি ফটো

দীর্ঘ দুই দশক পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটি জামাইয়ের আগমনে উৎসবের আমেজে সেজেছে পুরো নগরী। ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ লেখা ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন অলিগলি। তাকে দেখে ‘দুলাভাই’ স্লোগান দেন তারা।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়েকে সঙ্গে নিয়ে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাতেই বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় রাস্তার দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখর করে তুলেন।

মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’-এ যান। সেখানে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে তিনি দোয়া মাহফিলে অংশ নেন। তাঁর আগমনে শশুরবাড়ি এলাকায় ব্যাপক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন: জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শ্বশুরবাড়িতে পারিবারিক সফর সিলেটবাসীর কাছে এক ঐতিহাসিক মুহুর্তে রুপ নিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যাশলেস সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছে যবিপ্রবি
  • ২২ জানুয়ারি ২০২৬
আবারও ঢাকা কলেজে ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ
  • ২২ জানুয়ারি ২০২৬
উইলিয়ামসনের পেশাদারিত্বে মুগ্ধ রাজশাহীর কোচ হান্নান
  • ২২ জানুয়ারি ২০২৬
ফাইনালে ওঠার পর সুখবর পেলেন শান্ত-মুশফিকরা
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে সাউন্ড বক্স-মাইক বাজতে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের
  • ২২ জানুয়ারি ২০২৬