বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক

২২ জানুয়ারি ২০২৬, ০২:০৪ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০২:০৫ AM
ড. ফয়জুল হক

ড. ফয়জুল হক © সংগৃহীত

ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, ফেসবুক ব্যবহার থেকে সতর্ক থাকবেন আর ঝালকাঠি- ১ আসন নিয়ে রাশি এমনি আমাগো ভালো। যা করি ওইডাই ভাইরাল, জেডা বলমু ওইডা নিয়াই সমস্যা। সেদিন একটা বক্তৃতা দিছি যে তোমারা যারা বিড়ি খাইয়া দোকানে যাও। এই বক্তব্যটা সুন্দর। এই বক্তব্যে দেওয়াতে ২ কোটি ভোট বাড়ছে জামাতের। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. ফয়জুল হক বলেন, কারণ এই দেশের বিরিওয়ালা মানুষরাও আমাদের ভোট দেবে না? দাড়ি কামাইন্না মানুষেরা আমাদের ভোট দেবে না? ইসলাম ওয়ালা মানুষেরা আমাদের ভোট দেবে না?  বক্তব্য টাকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায়ও দাড়ী পাল্লার দাওয়াত দিবে আর আমার কর্মী যদি কেউ বিড়ি খাউগ্গাও থাহে হেও বিড়ি খাওয়া অবস্থায় জামাত ইসলামের দাওয়াত দেবে। দিলে কি হবে ওই বিড়ি খাওয়ার সংস্কৃতি থেকে আল্লাহতালা তারে বাইর কইরা ভালো করতে পারে হেডারে বানিছে জান্নাত জাহান্নাম। এটা আমাদের রাশি সমস্যা নাই ২ কোটি টাকার মার্কেটিং তারা করে দিছে। মিতু আপু ২ মিনিট বক্তব্য দিছে ঐটাই ভাইরাল। আমরা যা করি, যা বলি ঐটাই ভাইরাল। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া গিফট। আপনারা এই জিনিসটাকে নিজেদের মধ্যে রাখবেন।

তিনি আরও বলেন, এই দেশে স্মার্ট রাষ্ট ব্যবস্থা বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করে দেখাইয়া দিবে ইনশাল্লাহ। কাঠালিয়ার মানুষ মদীনার মানুষ আপনারা আমাকে যে আদর আপ্যায়ন ভালোবাসা দিয়েছেন সেটা আমাকে সত্যি আবেগাপ্লুত করে। আমাদের ১০ দলীয় জোট এক থাকতে হবে। আমাদের ভুল হলে আমরা ঘরে বসেই শিখাবো কিন্তু ফেসবুক বা রাস্তা ঘাটে কোনো প্রতিদ্বন্দ্বী বন্ধুর বিরোধিতা করতে যাবো না ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। 

ড. ফয়জুল হক বলেন, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কাঁঠালিয়া উপজেলা ঘুরে আমি যতটুকু দেখতেছি তাতে বুঝেছি কাঁঠালিয়ার মানুষ ১২ তারিখের অপেক্ষায়। সবাই বলে আমরা ওইডা দেখছি, হেইডা দেখছি এহন দেখতে চাই দাঁড়িপাল্লা। আমরা এখন দাঁড়িপাল্লা বিজয় করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাবো না ইনশাল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা যারা যুবকরা আছি সবাই একই এবং সকলের ভাষা আমরা একে অপরে বুঝি। আপনারা যারা মুরুব্বীরা আছেন আপনারা একটু সাবধান ওইয়া আমাগো লগে থাকেন একসাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আর সর্বশেষ কথা খেলা এখনো শেষ হয় নাই রাজাপুর কাঁঠালিয়ায় শুধু এমপিই হবে না রাজাপুর কাঠালিয়ায় বহুত কিছু হবে আর সেটার পার্ট আমাদের মিতু আপুও হবে।

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬