নির্বাচনী ব্যায়ের জন্য জনগণের কাছে অনুদান চেয়েছে এনসিপি © টিডিসি ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দল পরিচালনার ব্যয় মেটাতে জনগণের কাছে আর্থিক অনুদান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি’র ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বানে জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ২০২৪ সালের ছাত্র–জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়নের ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অনুদানই আগামীর বাংলাদেশের পথে দলের শক্তি হবে।
এতে আরও বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচারণা, সংগঠন পরিচালনা ও নির্বাচন ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ব্যয় অনিবার্য। চাঁদাবাজি, কালো টাকা ও অনৈতিক অর্থায়নের পথ পরিহার করে এনসিপি ঘোষণা করেছে, এই নির্বাচনী ব্যয় বহন করা হবে জনগণের সরাসরি অনুদানের মাধ্যমে। দলের সব ধরনের ব্যয় থাকবে প্রকাশ্য হিসাব ও দায়বদ্ধতার আওতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনী ব্যয় বহনে দেশবাসীর অনুদান ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অনুদান প্রদানের জন্য এনসিপির পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিতে https://donate.ncpbd.org। ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক shurjoPay-এর মাধ্যমে অর্থ পাঠানো যাবে। এছাড়া বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানো যাবে ০১৮৫৭০৩৮৭৭৪ নম্বরে, যার নাম National Citizen Party (NCP)।
ব্যাংকের মাধ্যমেও অনুদান গ্রহণ করা হবে। ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির বাংলামোটর শাখায় National Citizen Party (NCP) নামের হিসাবে অ্যাকাউন্ট নম্বর ২০৫০৪৩০০১০০০৫৩৬০৮, রাউটিং নম্বর ১২৫২৭০৮৫২ এবং অ্যাকাউন্ট টাইপ AWCA (Regular)। এছাড়া সিটি ব্যাংক পিএলসির বাংলামোটর (প্রিন্সিপাল অফিস) শাখায় National Citizen Party (NCP) নামের অ্যাকাউন্ট নম্বর ১৪০৪৪৬৩৩১৭০০১ এবং রাউটিং নম্বর ২২৫২৭৫৩৫৭-এর মাধ্যমেও অনুদান দেওয়া যাবে।