ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে: নাহিদ

১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ PM
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে  এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চায় আমাদের। এর জন্য ইসিকে নিরপেক্ষভাবে কাজ করার কথা থাকলেও তাদের পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। এর জন্য সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ এসব কথা বলেন তিনি। এসময় নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধি দলের সদস্য ও এনসিপির এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিলবোর্ডে আমাদের ছবি থাকায় নির্বাচন কমিশন আমাদের শোকজ দিয়েছে। আমরা বলেছি, এটি গণভোটের প্রচারণার অংশ। কিন্তু শুধু আমাদের ছবি থাকায় ব্যবস্থা নেওয়া হলো। অন্যদিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে গেছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে দেখছি না। নির্বাচন কমিশনের এমন আচরণে সমতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনি পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে কমিশনকে একই মানদণ্ডে ব্যবস্থা নিতে হবে।

ইলেকশন কমিশনের সামনে অবস্থানের নামে ছাত্রদল মব তৈরি করেছে উল্লেখ করে নাহিদ বলেন, দ্বৈত-নাগরিকত্ব প্রার্থীদের ব্যাপারে সু-স্পষ্ট কোন অবস্থান নেয়নি ইসি। বরং আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধান উপেক্ষা করে দ্বৈত-নাগরিকত্বদের প্রার্থীতা বৈধ করে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। এটি বিএনপির চাপেই করা হয়েছে। বিএনপি ছাত্রদলকে দিয়ে ইসির সামনে অবস্থানের নামে মব সৃষ্টি করেছে। আমরা চাই না, আগের নির্বাচনগুলোর মতো মানুষ তাদের ভোটাধিকার হারাক।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনসংক্রান্ত বিষয় কথা বলেছি। আমরা আশা করি, ইলেকশন কমিশন পক্ষপাতমূলক আচরণ বন্ধ করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিবেন। 

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9