আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান © সংগৃহীত ও সম্পাদিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য সর্ব সাধারণের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকের নিজ পেইজে লাইভে এসে তিনি এ সহযোগিতা চান।
এসময় তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আমি ঢাকা–১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটি নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে যে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, তা এককভাবে বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন: আমজনতার তারেকের বাড়ি-গাড়ি-নগদ টাকা কিছু নেই
তিনি বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে আপনারা আমার রাজনৈতিক পথচলা প্রত্যক্ষ করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে আমি সবসময় আপনাদের পাশে থেকেছি। আবার বিপদের মুহূর্তে আপনাদেরও পাশে পেয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ এবং চাকরিজীবী ভাই-বোনদের সহযোগিতায় আমি বহুবার কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়েছি।
তারেক বলেন, আজ সেই আস্থার জায়গা থেকেই ঢাকা–১২ আসনের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার নির্বাচনী কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারব। একইসঙ্গে আমি দৃঢ়ভাবে আশাবাদী—আপনাদের সমর্থন ও পাশে থাকার মাধ্যমে ঢাকা–১২ আসনে নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। আপনাদের পাশে পাওয়া আমার জন্য শক্তি ও অনুপ্রেরণা।