‘জুলাইয়ে হাদির অবদান কি’ বক্তব্য ভাইরালের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং ওসমান হাদির জুলাই আন্দোলনে সক্রিয় থাকার দৃশ্য (ভিডিও থেকে নেওয়া)

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং ওসমান হাদির জুলাই আন্দোলনে সক্রিয় থাকার দৃশ্য (ভিডিও থেকে নেওয়া) © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। রাজনীতির মাঠে কথা বলার জন্য কাউকে হত্যার হুমকি দেওয়া হবে, ভাবতেই মাথা ছম ছম করে আসে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মো. তারেক রহমান। তিনি লিখেছেন, ‘মাঠ পর্যায়ে আমি হাদিকে দেখি নাই, কারণ কাজের এরিয়া ভিন্ন ছিল। আমিও জেলে ছিলাম। সুতরাং এ বিষয়ে বক্তব্য-বয়ান রাজনৈতিক পর্যায়ে একে অপরের হিসাবে যেভাবে বলে সেভাবে এসেছে।’

তিনি বলেন, ‘রাজনীতির মাঠে আমরা অনেক কথা বলি, কথা বলার জন্য কাউকে হত্যা করা হবে, এটা ভাবতেই মাথা ছম ছম করে আসে। এভারকেয়ারে হাদি শুয়ে আছে, দেশের বাইরে নেয়া হবে। আপনারা দোয়া করছেন ওর জন্য, আমিও দোয়া করি সে আবার আমাদের মাঝে ফিরে এসে বিচরণ করবে মুক্ত পাখির মতো।’

প্রতিদিন নানা হুমকি আসছে, কেউ কাউকে সহ্য করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তিতর্কের পরিবর্তন গলা কাটতে চায়, গুলি করতে চায়। বলে, এবার সাতক্ষীরা আয় আম কিনতে, শ্যামনগর আয় মধু কিনতে। চাপাই এর একজন ফোন দিয়ে বলে, তোর জন্য কবর খুড়ে রাখছি। ভয় আমি নিজেকে নিয়ে পাই না, ভয় পাই এই উগ্রতায় আমাদের মতো অনেকে প্রাণ হারাবে।’

মো. তারেক রহমান বলেন, ‘সবাই চাচ্ছে তার মতো করে সে বয়ান তৈরি করবে, কেউ ভুল ধরলেই ছ্যাত করে উঠছে। জুলাই পরবর্তী সময়ে যে রিকনসিলেশন জন আকাঙ্ক্ষার বিষয়বস্তু হবার কথা ছিল। সেখানে ভিন্ন কিছুতে প্রবাহিত করা হয়েছে।’

আরও পড়ুন: ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

এর আগে আমজনতার নেতা মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বলতে শোনা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? এই গণঅভ্যুত্থানের সময়, পরেও হাদি নামে কাউকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এ দেশের মানুষ পায়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মী অবদান রেখেছে, লড়াই করেছে।’ ভিডিওটি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও শেয়ার করলে তা ভাইরাল হয়।

তারেক রহমান এমন দাবি করলে ওসমান হাদির আইডির একটি ভিডিও ভাইরাল হয়। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ওই ভিডিওর ক্যাপশনে ওসমান হাদি লেখেন, ‘১৬ জুলাই, ২০২৪! সাঈদ, ওয়াসিমসহ পাঁচজন শহীদ! সেদিনই শহীদ মিনারে জনতার প্রতিরোধে শরীক হলাম আমরা। ইনবক্সে এক ভাই ভিডিওটা পাঠালেন।’

তিনি আরও লেখেন, ‘যখন আমরা ল ফ্যাকাল্টির সামনে রাজপথেই আসর আদায় করেছিলাম। ছাত্রলীগকে হল থেকে বের করে দেয়ার মাধ্যমে সেদিন থেকেই শুরু হয় গণপ্রতিরোধ।’ গত ৩ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করেন ওসমান হাদি।

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9