আ.লীগ নেতাদের বিএনপিতে বরণ

‘যে তালিকা দিয়েছেন ওসিকে দিব, কোনো সমস্যা হবে না’

০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ PM
বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, পাশে বসে আছেন দল মনোনীত প্রার্থী (গোল চিহ্নিত) , ইনসেটে আওয়ামী লীগ নেতাদের বরণ করছেন তিনি

বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, পাশে বসে আছেন দল মনোনীত প্রার্থী (গোল চিহ্নিত) , ইনসেটে আওয়ামী লীগ নেতাদের বরণ করছেন তিনি © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে দলে ভেড়ানোর অভিযোগ উঠেছে পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিরুদ্ধে। গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার চাটমোহর উপজেলার দোলং জিয়া আদর্শ ক্লাবে আয়োজিত এক সভায় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে ফরিদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসা নেতাদের শুধু আইনি সুরক্ষাই নয়, বরং দলেও বড় পদ দেওয়া হবে বলেও ঘোষণা দেন।

এদিন বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, বিএলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফ, বিলচলন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আসলাম, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ.লীগ নেতা মো. রেজাউল করিম প্রমুখ।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে বরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপি নেতা বকুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলটিতে যোগদানকারীদের কোনোভাবে অবমূল্যায়ন করা হবে না; বরং তাদের সম্মানজনক পদে মূল্যায়ন করা হবে। যারা এখন বিএনপিতে যোগ দেবেন, তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করা হবে এবং থানায় আর কোনো হয়রানি করা হবে না। তবে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যের একপর্যায়ে জহুরুল ইসলাম বকুল আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত করে বলেন, তারা যদি বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের প্রার্থীকে সহযোগিতা করেন, তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা হবে না।

তিনি আরও বলেন, আপনারা যারা আমাদের সাথে এসেছেন, আপনারা মনের থেকে আমাদের সাথে এসেছেন বলেই আমি মনে করি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। তুহিন ভাই যদি এমপি হয় আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের মূল্যায়ন করা হবে। আরেকটি কথা আমি বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন কোনো ভাবেই প্রশাসন দ্বারা কোন হয়রানি হবেন না।

বিএনপি নেতা বলেন, এখানে আপনারা যারা যোগ দিয়েছেন, আপনারা সবাই আওয়ামী লীগের ফিগার। বেশ কয়েকজন মেম্বার আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন, এরকম ফিগারই কিন্তু আজকে আমাদের সাথে এসেছেন।

এ সময় উপস্থিত একজন প্রশ্ন করেন— যারা এখনও আত্মগোপনে আছে, তাদের বিষয় কি করবেন? জবাবে জহুরুল ইসলাম বকুল বলেন, উনাদের আমরা নিয়ে আসব, কোন সমস্যা নেই। এখনও যারা আমাদের সাথে আসতে চায়, তাদের সব রকমের সহযোগিতা আমরা করব। এ বিষয়ে আপনারা কোন চিন্তা করবেন না। এই যে আপনারা আজকে যে  তালিকা দিয়েছেন, এটা আমি আজকে থানার ওসি সাহেবের কাছে জমা দিব। তারপরে যদি কেউ বাইরে থাকে, পাবনা-৩ বিএনপির এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইকে দিয়ে বলাব। আপনাদের যাতে কোন সমস্যা না হয় এটা অবশ্যই আমরা নজরে রাখব।

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9