ব্যারিস্টার রুমিন ফারহানা © সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই নির্বাচনটা হবে চাঁদাবাজি, ভাওতাবাজি, মামলা বানিজ্য, জমি দখল, দোকান দখল, টেম্পুস্ট্যান্ড দখল, এগুলোর বিরুদ্ধে।
সম্প্রতি নিজ সংসদীয় আসনে আয়োজিত নির্বাচনী এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওতে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচনটা হবে গণ মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রথম নির্বাচন। এ নির্বাচনে যদি কোনোরকম ভয়-ভীতি যদি কেউ দেখায়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন।
হঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমার এই বক্তব্য থেকে এ ব্যাপারে কড়া বার্তা আজ দিলাম। ব্রাহ্মণবাড়িয়া-২ এর ১৯টি ইউনিয়নের নেতাকর্মী, ভোটার ও সমর্থককে যদি কেউ কোনোরকম ভয়ভীতি দেখায়, তাহলে আমি শক্ত অবস্থানে যাব। যদি মনে করেন, রুমিন ফারহানার পেছনে কোনো দল নেই, রুমিন ফারহানা কী করবে? তাহলে সেটি তার জীবনের সবচেয়ে বড় ভুল করবে।
আরও পড়ুন: রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য
রুমিন ফারহানা আরও বলেন, আমি হাসিনাসহ আর কোনো প্রশাসনকে এক মিনিটের জন্যও তোয়াক্কা করিনি। সুতরাং, কোনো দল বা মতের মানুষ যদি মনে করে, রুমিন ফারহানার পাশে কোনো দল নেই, তাকে পরিষ্কার করে বলে দেই, রুমিন ফারহানার পাশে সড়াইল-আশুগঞ্জের সর্বস্তরের মানুষ রয়েছে। রুমিন ফারহানার ওপরে বাবা-মা ও মুরুব্বিদের দোয়া রয়েছে।
প্রসঙ্গত, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন।