এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে ‘পুলিশ বক্স’ নির্মাণের নামে আর্থিক সহযোগিতার কথা বলে দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির এক সহসভাপতির কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় রবিবার ভোরে গাজীপুর ও ময়মনসিংহ থেকে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

প্রতারণার শিকার হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া এবং জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান। প্রতারক চক্রটি উভয় নেতার কাছ থেকেই একই অজুহাতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

জানা যায়, গত ১ জানুয়ারি রাতে আক্তারুজ্জামান মিয়ার কাছে ‘এসপি দিনাজপুর’ নাম ও ছবি সম্বলিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি পুলিশ বক্স বানানো প্রয়োজন এবং আইজিপি এলাকা পরিদর্শনে আসবেন। দ্রুত কাজ শেষ করতে আর্থিক সহযোগিতা চাইলে আক্তারুজ্জামান মিয়া তার এক কর্মীর মাধ্যমে পরদিন বিকেলে এক লাখ টাকা পাঠান। কিন্তু রাতে আবারও এক লাখ টাকা দাবি করা হলে তার সন্দেহ হয় এবং তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

একই কায়দায় প্রতারণার শিকার জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান জানান, এসপির ছবি দেখে তিনি সরল বিশ্বাসে সিএসআর ফান্ড থেকে টাকা পাঠিয়ে দেন। পরে পুনরায় ফোন করে ‘স্বল্পমূল্যে কাস্টমসের মালামাল’ বিক্রির প্রস্তাব দিলে তিনি ভিডিও কল দেন। পরে প্রতারক চক্র কলটি কেটে দেয়। তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

অভিযোগ পাওয়ার পর দিনাজপুর জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। রবিবার ভোরে গাজীপুর শহর থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মো. হিমেলকে (২২) আটক করা হয়। বর্তমানে তারা জেলা পুলিশ হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘এসপির নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।’ প্রতারণার শিকার বিএনপি প্রার্থীর পক্ষে চিরিরবন্দর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9