রাশেদ খান © সংগৃহীত
গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন যে, তার নামে কোনো বাড়ি, গাড়ি, প্লট কিংবা জমি নেই। হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা উল্লেখ করেছেন এবং তার স্ত্রী রাবেয়া আক্তার আলোর পেশা গৃহিণী বলে জানিয়েছেন।
হলফনামা অনুযায়ী, বর্তমানে রাশেদ খানের হাতে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। অন্যদিকে তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। এ ছাড়া রাশেদ খানের নামে দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় থাকা ব্যক্তিগত হিসাবে মোট জমা রয়েছে ৭ হাজার ৫৮২ টাকা।
রাশেদ খানের নিজের ৩০ ভরি ও তার স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে। এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা।
যার বর্তমান বাজারমূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা। স্ত্রীর নামে সোনা, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।
রাশেদ খানের নামে কোনো স্থাবর সম্পত্তি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি সাড়ে চার লাখ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।