নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পতাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সবার প্রিয় নেত্রীর মৃত্যুতে কান্নার রোল পড়েছে তাদের মধ্যে। অনেকেই হাউমাউ করে কাঁদছেন। অনেক নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার ফাঁসি দাবি করছেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষনার পর থেকেই নয়াপল্টনে কার্যালয়ের নীচে পবিত্র কোরআন খতম শুরু হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
কার্যালয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।