এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারের মনোনয়ন

গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র ও আসিফ মাহমুদ
গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র ও আসিফ মাহমুদ  © সংগৃহীত ও সম্পাদিত

নানা জল্পনা-কল্পনা শেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। যোগ দিয়েই দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের পদ পেয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন, তিনি কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে এনসিপিতে যোগ দেওয়ার আগে ঢাকা-১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিয়ে এসেছিলেন আসিফ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা-১২ আসনের জন্য গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র নিয়ে আসে আসিফ মাহমুদের একজন প্রতিনিধি। তবে মনোনয়নপত্র জমা না দিয়েই তিনি গিয়েছেন এনসিপির কার্যালয়ে।

একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ঢাকা-১০ আসনে লড়ার ঘোষণা দিয়ে আসলেও বিএনপির গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকা-১২ আসনে থেকে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিয়েছিলেন আসিফ মাহমুদ। আজ সোমবার বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল তার। তবে সম্ভবত বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

32 (1)
আসিফ মাহমুদ দলীয় প্রাথমিক আবেদন ফরম পূরণ করেন, তার পক্ষে অঙ্গীকারনামা দিয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৫ ডিসেম্বর গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদ পূরণ করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন আসিফ মাহমুদ। একই দিন নুরুল হক নুরের সঙ্গে আলোচনা করে ঢাকা-১২ আসনের জন্য মনোনয়ন নিয়েছিলেন তিনি।

আবু হানিফ বলেন, দুপুরে আসিফ মাহমুদের একজন প্রতিনিধি আমাদের কার্যালয়ে এসে তার মনোনয়নপত্র নিয়ে যায়। বিকেল ৫টার আগেই এটি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে আমরা শুনি তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। এটি এক ধরনের প্রতারণা, যা কখনো গ্রহণযোগ্য না।

এ বিষয়ে কথা বলতে আসিফ মাহমুদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!