নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিপাকে তাসনিম জারা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গিয়ে জটিলতায় পড়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে একাধিক শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে অন্যতম হলো নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন সংগ্রহ ও জমা দেয়া।

নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ২৫ বছর পূর্ণ হতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে হয়। তবে কেউ আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে এই ১ শতাংশ স্বাক্ষরের শর্ত প্রযোজ্য হয় না। এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী এবং নির্ধারিত ফরম্যাটে ছবি ও হলফনামাও জমা দিতে হয়, যা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী পূরণ করতে হয়।

এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল থেকে তার নির্বাচনী এলাকা খিলগাঁওয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। তবে আজ তিনি গুরুতর সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, ভোটারদের স্বাক্ষরের পাশাপাশি ভোটার সিরিয়াল নম্বরও প্রয়োজন। কিন্তু সেই সিরিয়াল নম্বর পাওয়ার যে পাঁচটি উপায় রয়েছে, তার কোনোটিই বর্তমানে কার্যকর নয়।

ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, ভোটার নম্বর সংগ্রহের জন্য সাধারণত এসএমএস, অনলাইন, কল, কিউআর কোডসহ পাঁচটি পদ্ধতি রয়েছে। কিন্তু বাস্তবে কোনো পদ্ধতিতেই ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ‘ভোটার নম্বর লাগবে। কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে ব্যবস্থা রেখেছে যে কোনো উপায়েই ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটের সার্ভার ডাউন। এসএমএস, কল, কিউআর কোড—একটাও কাজ করছে না। স্বতন্ত্র প্রার্থী হতে গেলে ভোটার নম্বর প্রয়োজন, অথচ সেটাই পাওয়া যাচ্ছে না।’

তাসনিম জারার অভিযোগ, পুরো প্রক্রিয়াটিকে কার্যত অসম্ভব করে রাখা হয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে।’

এদিকে নির্ধারিত অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে। কারণ আজই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সরকারের প্রচারণা গণভোটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে: বিএ…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, তা…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9