হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর স্নিগ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার শহীদ হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ প্রার্থী দিচ্ছে না! জানিয়ে একটি স্ট্যাটাস দেন। ফেসবুক পোস্টে শহীদ হাদি, ঢাকা-৮ আসনে নির্বাচন ও মীর স্নিগ্ধ নিয়ে কথা বলেন আম্মার।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ভেরিফায়েড আইডিতে পোস্ট দেওয়ার ঠিক ২ ঘণ্টা পর আম্মারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া দেখি স্ট্যাটাস দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের একটি পোস্টে দেখলাম, হাদি ভাইয়ের প্রসঙ্গে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বলা হয়েছে যে ঢাকা–৮ থেকে শহীদ হাদি ভাইয়ের কেউ কেনো নির্বাচন করবে না। বিষয়টি সত্যিই দুঃখজনক। শহীদ হাদি ভাইয়ের নাম ব্যবহার করে যেভাবে কথা বলা হচ্ছে, তা তাঁর আদর্শের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন : ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালেন রাকসু জিএস
তিনি বলেন, প্রথমত, আমি কখনোই বলিনি যে আমি নির্বাচন করার জন্য রাজনীতিতে এসেছি। বরাবরই বলেছি, দল যেভাবে আমাকে কাজ করার সুযোগ দেবে, আমি সেভাবেই কাজ করব। রাজনীতি মানেই শুধু নির্বাচন নয়, রাজনীতির ভেতরে কাজ করার বহু পথ আছে।
তিনি আরও বলেন, হাসিনার রায়ের দিন শহীদ হাদি ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেছিলেন আমি নির্বাচন করব কি না। আমি তখন বলেছিলাম, এখনো সিদ্ধান্ত নেইনি। তখন তিনি বলেছিলেন "জুলাইয়ের যারা আছে, তাদের যত বেশি মানুষ সংসদে যেতে পারবে ততই জুলাই শক্ত হবে। না হলে সবকিছু আগের মতোই থেকে যাবে।” এমনকি তিনি এটাও বলেছিলেন, আমি যদি নির্বাচন করি, তিনি নিজে আমার ক্যাম্পেইনে আসবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যাতে বোঝা যায়, কে কী উদ্দেশ্যে কার নাম ব্যবহার করছে।
মীর স্নিগ্ধ বলেন, কিছু মানুষ সুযোগ খুঁজে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। কিন্তু শহীদ হাদি ভাইয়ের নাম ব্যবহার করে এমনটা করা অত্যন্ত দুঃখজনক। আমি শহীদ হাদি ভাইয়ের হ*ত্যার বিচারের দাবিতে রাস্তায় ছিলাম, আছি এবং থাকব। কিন্তু কারো মতো এই বিষয়কে ব্যক্তিগত প্রচারের হাতিয়ার বানাতে চাই না। জুলাইয়ের আত্মত্যাগ কখনোই ব্যক্তিস্বার্থের জন্য ছিল না। শহীদ হাদি ভাইয়ের পরিবার এবং ইনকিলাব মঞ্চের প্রতি অনুরোধ, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। এরা হাদি ভাইয়ের আদর্শকে মানুষের সামনে বিকৃত করছে।