এ হাদিকে আমার জানা ছিল না: হামিম

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ AM
শেখ তানভীর বারী হামিম ও শহীদ শরিফ ওসমান হাদি

শেখ তানভীর বারী হামিম ও শহীদ শরিফ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

সন্ত্রাসীর গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদি এ দেশের এক ভাগ‍্যবান ক্ষণজন্মা রাজনীতিবিদ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহবায়ক ও ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, তারা দেশে আসে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে, কিন্তু দাগ কেটে যায় মানুষের হৃদয়ে। তার ভাষ্য, ‘এ হাদিকে আমার জানা ছিল না!’

রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন শেখ তানভীর বারী হামিম। তিনি লিখেছেন, ‘প্রায় এক মাস সাতদিন পা ভেঙে শয‍্যাশয়ী। এরই মাঝে অপারেশন হয়েছে, দুই ধাপে প্লাস্টার সম্পন্ন হয়েছে। গতকাল রাতে নির্ধারিত সময় অনুযায়ী ডাক্তারের কাছে গেলে ফুল লেগ প্লাস্টার কেটে সর্বশেষ ধাপ অর্থাৎ হাফ লেগ প্লাস্টার করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন মোটামুটি ভালোই মুভ করা যায়, তবে পায়ে ভর দেয়া নিষেধ। অর্থাৎ হুইল চেয়ার কিংবা ক্রাচেই ভরসা। এরই মাঝে সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় ফিরতে হয়েছে খুলনায়। বহুদিন ধরে ইচ্ছে ছিল, যেহেতু হাদি ভাইয়ের জানাজায় আল্লাহ আমাকে কবুল করেননি, সুতরাং ফুল লেগ প্লাস্টার খুলে কোনোরকম মুভ করতে পারলেই শহীদ হাদির কবর জিয়ারত করব।’

খুলনা ফেরার পথে ভগ্ন পা নিয়ে শহীদ হাদির কবরের সামনে যান শেখ তানভীর বারী হামিম। সাথে ছিলেন মা। তিনি বলেন, ‘গিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। পুরো কবর প্রাঙ্গনের বাইরে প্রায় শতাধিক মানুষ জড়ো হয়ে তাকিয়ে আছে হাদির কবরের দিকে। অনেক মহিলা, কিশোর, বয়োবৃদ্ধ মানুষও আছে। তাদের কয়েকজন কবর জিয়ারতও করছেন। কবর প্রাঙ্গণের গেট তালাবদ্ধ থাকায় আমি গাড়ির ভেতর থেকে এক পলকে তাকিয়ে আছি কবরের দিকে। দোআ করলাম, মোনাজাত ধরে।’

আরও পড়ুন: চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ

তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আমি রাজনীতি কেন করি এর উত্তর আমার কাছে আগে যা ছিল, এখন আমার উত্তর- একটা বড় জানাজা আর মানুষের দোয়ার জন‍্য। যেন যুগের পর যুগ আমার কবরের সামনে থেকে যাওয়ার সময়ে আমার কথাটি স্মরণে রাখে। আমি এমন রাজনীতি করতে চাই- যে রাজনীতিতে মানুষ আমাকে আপসহীন হিসেবে চিনবে অন‍্যায়-দুর্নীতির বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘সততা, সত‍্যবাদী, দেশপ্রেমিক আর পরোপকারী হিসেবে যেন মানুষ আমাকে চেনে, আমাকে মনে রাখে। এ হাদিকে আমার চেনা ছিল না, এ হাদিকে এভাবে আমার জানা ছিল না। হাদি এ দেশের ভাগ‍্যবান ক্ষণজন্মা রাজনীতিবিদ, যারা দেশের তরে আসে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে, কিন্তু দাগ কেটে যায় মানুষের হৃদয়ে…।’

হাদি হত‍্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে কিনা জানেন না উল্লেখ করে শেখ তানভীর বারী হামিম বলেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমার অন‍্যতম চাওয়া আমার দলের কাছে হবে- এ হত‍্যাকাণ্ডসহ সব হত‍্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। যদিও আমি চাই, অচিরেই অন্তর্বর্তী সরকার খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে সক্ষম হোক।’

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9