৩৬ কোটি টাকা খেলাপি ঋণ: নির্বাচন করতে পরিচিতদের সহযোগিতা চাইলেন মান্না

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ AM
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

৩৬ কোটি টাকা ঋণখেলাপির দায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই সংকট কাটিয়ে নির্বাচনে অংশ নিতে এখন পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, ২০০৭–০৮ সালের দিকে নিজ এলাকায় ঋণ নিয়ে একটি হিমাগার করেছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগের সঙ্গে সমস্যা দেখা দেওয়ার পর তিনি জেলে যান। সে সময় তাঁর ব্যবসায়িক অংশীদার ছিলেন ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা। তিনি গ্রেপ্তারের পর ওই ব্যবসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁর ব্যবসায়িক অংশীদার এর এমডি হয়ে যান।

মান্না বলেন, ১০-১২ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যা এখন ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ৫ আগস্টের পর ওই এমডির নামে হত্যা মামলা, মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। এ জন্য তিনি স্ত্রীসহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ঋণখেলাপি থেকে বাঁচতে হলে ওই এমডিকে আদালতে হাজির করতে হবে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মান্না অভিযোগ করেন, ঋণ পুনর্তফসিলের জন্য তিনি আদালতে গেলে প্রথমে তার পক্ষে আদেশ এসেছিল। কিন্তু একটি বিশেষ মহলের প্রভাবে সেই আদেশ স্থগিত করা হয়েছে। তিনি বলেন, 'বগুড়ায় বিএনপির স্থানীয় সভাপতি এবং সংসদ সদস্য প্রার্থী তার প্রভাব ব্যবহার করছেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও বিচারব্যবস্থা এখনো প্রভাবিত।'

তিনি আরও জানান, ঋণখেলাপির তালিকা (সিআইবি) থেকে নাম বাদ দিতে তিনি চেম্বার আদালতে গিয়েছেন। আজ রোববার এ বিষয়ে রায় হওয়ার কথা রয়েছে। রায় বিপক্ষে গেলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সহযোগিতা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, 'আদালতের রায় যদি আমার পক্ষে না আসে, তবে আমি নির্বাচনে অযোগ্য হবো। যারা আমাকে চেনেন, ভালোবাসেন এবং আমার ওপর বিশ্বাস রাখেন—এমন কেউ যদি এই টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেন, তবেই আমি নির্বাচনে অংশ নিতে পারবো।'

তিনি প্রত্যাশা করেন, সব দিক বিবেচনা করে আদালত তাকে ন্যায়বিচার দেবে এবং নির্বাচনী মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ করে দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9