তারেক রহমানের জন্য আপাতত শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি থেকে সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাবি এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে আন্দোলনরত নেতাকর্মীদের পক্ষ থেকে শাহবাগের সড়ক স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা।
তিনি সকালে মাইকে ঘোষণা দিয়ে বলেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধ চলমান থাকলেও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে সড়ক সাময়িকভাবে খালি করে দেওয়া হয়।
তিনি বলেন, ‘আজ সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। তাঁর যাওয়া-আসার সুবিধার্থে, আমরা এই রাস্তাটি ছেড়ে দিচ্ছি। তাঁরা চলে যাওয়ার পর আবার বেলা ১২টার দিকে আবার অবস্থান নিবো।’
আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৬০
এর আগে, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভের কর্মসূচি আগেই ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ। বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি সন্ধ্যায় ঘোষণা দেন, দাবি মানা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কথাও জানান।
শরিফ ওমর বিন হাদি বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’
সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মাইকে ঘোষণা করেন, ‘যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যাঁরা জড়িত, এর যাঁরা পরিকল্পনাকারী, হত্যাকারী—তাঁদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও (আজ শনিবার) করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।’
এদিকে তারেক রহমানের আগমনের খবরে এরই মধ্যে ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। তারা থেমে থেমে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকালই জানিয়েছেন, শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সকল সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বেলা ১১টায়।
এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার হবেন এবং নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে যাবেন। তারপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন।