লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা— ‘এবার হাসনাতের পালা, ওর বলি হয়ে গেছে’

লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা— ‘এবার হাসনাত আব্দুল্লাহর পালা, ওর বলি হয়ে গেছে’
লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা— ‘এবার হাসনাত আব্দুল্লাহর পালা, ওর বলি হয়ে গেছে’  © ভিডিও থেকে নেওয়া

‘হাসনাত আব্দুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে। তাই না? ওর বলি তো হয়ে গেছে, বলি সম্পন্ন। এখন শুধু দেখার বিষয়, দাগটা কখন মুছবে।’ লাইভ পডকাস্টে এসব কথা বলছিলেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সামার পাল সিং টুর। গতকাল (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ‘ডিইএফ টকস’ নামে এক ইউটিউব চ্যানেলে এই পডকাস্টটি লাইভ সম্প্রচার হয়। এর আগে একই চ্যানেলের একটি পডকাস্টে হাসনাতকে ‘হেডশট’ করার কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়না।

জানা গেছে, আদি অচিন্ত নামে এক ব্যক্তি পডকাস্টটি পরিচালনা করেন, তিনি নিজেকে ‘ভূ-রাজনৈতিক পর্যবেক্ষক’ বলে দাবি করেন। তার ‘ডিইএফ টকস’ ইউটিউব চ্যানেলে ৬ লক্ষ ১২ হাজারের অধিক সাবস্ক্রাইবার রয়েছেন। গতকাল বুধবারের পডকাস্টের শিরোনাম ছিল— ‘ইন্ডিয়া’স বিগ গেম ইজ অ্যাবাউট টু বিগিন, পাকিস্তান-বাংলাদেশ ব্রেস, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।’ ভিডিওটি এ পর্যন্ত এক লক্ষাধিকবার দেখা হয়েছে।

১ ঘণ্টা ৩১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটির এক পর্যায়ে মেজর সামার পাল সিং টুর হাসতে হাসতে বলেন, ‘হাসনাত আবদুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে। তাই না? ওর বলি তো হয়ে গেছে। বলি সম্পন্ন। এখন শুধু দেখার বিষয়, কখন দাগটা কাটবে।’

322
গত ১৫ নভেম্বর এক টকশোতে হাসনাতকে ‘হেডশট’ করা হবে বলে জানান ভারতের আরেক সাবেক সেনা কর্মকর্তা

তিনি বলেন, ‘ধুরন্ধরের (সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা ও নামচরিত্র) মত স্পিরিট লাগিয়ে তাকে মুছে দেওয়া হবে। নাম তো ডায়েরিতে উঠে গেছে। কখন মারবে, তা যে কোনো সময়ই হতে পারে।’ এ সময় পডকাস্টের উপস্থাপক আদি অচিন্ত বলেন, ‘আমাদের কর্নেল রায়না বলে দিয়েছে, এর পরের পালায় হেডশট।’

ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখা গেছে, গত ১৫ ডিসেম্বরে অনুষ্ঠিত লাইভ পডকাস্টে উপস্থিত ছিলেন এই ‘কর্নেল রায়না’। ‘পাকিস্তান এক্সপোজড ইন সিডনি অ্যাটাক, ইন্ডিয়া স্ট্রাইকস সাইলেন্টলি ইনসাইড অ্যান্ড আউটসাইড!’ শিরোনামে ১ ঘণ্টা ২১ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি দেখা হয়েছে।

জানা গেছে, এই ‘কর্নেল রায়না’র পুরো নাম কর্নেল (অব.) অজয় কে রায়না। তিনি ভারতীয় সামরিক ইতিহাস নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি ১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!