হাদির পক্ষে প্রচারণায় নামলেন মহিউদ্দিন রনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
আততায়ীর গুলিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অনুপস্থিতিতে তার পক্ষে প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। হাদির পক্ষে ভোট চাইছেন তিনি, সঙ্গে কামনা করছেন প্রার্থনাও।
ওসমান হাদি অনেক আগেই ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে মিলাদ পড়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। প্রায় দেড় মাস ধরে প্রতিদিন ফজরের নামাজের পর আসনের বিভিন্ন এলাকায় মসজিদের সামনে প্রচারণা চালাতেন হাদি। জুমা নামাজের পর প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। এতে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে।
এদিকে রবিবার (১৪ ডিসেম্বর) হাদির পক্ষে ভোট চাওয়ার ঘোষণা দেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। আজ সোমবার ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন তিনি। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেছেন। বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানান। তিনি লেখেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম। বিশ্বাস করেন ভাই, মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি। আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’
পরে আরেকটি পোস্টে রনি বলেন, ‘হাদি ভাইকে সাধারণ জনগণ প্রচন্ড আপন করে নিয়েছে। মানুষ তাকে পাগলের মত ভালোবাসে। আজকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ করতে গিয়েছিলাম রমনার সামনে। সেখানে এক ভাই খেজুরের রস বিক্রি করছিলেন। হাদি ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছি দেখে সে আমাদের সাথের সবাইকে খেজুরের রস খাওয়ালেন। আমরা বহু চেষ্টা করেও তাকে রসের দাম দিতে পারিনি। তিনি ডিরেক্টলি বললেন, আপনারা হাদি ভাইয়ের জন্য আসছেন। এটা হাদি ভাইয়ের সম্মানে আপনাদেরকে মেহমানদারি করলাম। টাকা নিবোই না।’
রনি লেখেন, ‘আমার জাস্ট রিয়েলাইজ হল, আল্লাহর পথে যারা শহীদি তামান্না নিয়ে নেমে যায়, নিশ্চয়ই আল্লাহ এভাবেই তাদের সম্মানিত করেন, সারপ্রাইজ দেন। হাদি ভাইকে আল্লাহ সম্মানিত করেছেন। টাকা দিয়ে দুনিয়ার জমিনে জায়গা পাওয়া যতটা সহজ, মানুষের মনে জায়গা পাওয়াটা মোটেও কিন্ত ততটা সহজ বিষয় না। আল্লাহ আমাদের কাছে হাদি ভাইকে সুস্থ অবস্থায় বীরের বেশে ফিরিয়ে দিন। আমিন।’
এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে পাঠানো হয়েছে দেশটিতে।