ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ PM
ওসমান হাদি

ওসমান হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানিয়েছে তার মেডিকেল বোর্ড। হাসপাতালের আইসিইউ ও এইচডিইউর সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো বিজ্ঞপ্তিটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত পূর্ববর্তী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের মূল্যায়নের আলোকে, এভারকেয়ার হাসপাতাল ঢাকার পক্ষ থেকে আজকের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিম্নরূপ জানানো যাচ্ছে—

বর্তমান চিকিৎসা পরিস্থিতি ও অগ্রগতি:

১. প্রধান উপদেষ্টা এবং একাধিক উপদেষ্টার আন্তরিক ও সমন্বিত সহযোগিতায়, রোগীর পরিবারের সম্মিলিত সহায়তায়, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সার্বিক তত্ত্বাবধানে, এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও আন্তর্জাতিক এমার্জেন্সি মেডিকেল ট্রান্সপোর্ট এবং এয়ার অ্যাম্বুলেন্স টিমের যৌথ ব্যবস্থাপনায় জনাব শরীফ মো. ওসমান হাদীকে আজ বিদেশে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদ্যমান একই ক্লিনিক্যাল অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স টিমের নিকট হস্তান্তর করা হয়েছে।

২. পূর্ববর্তী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনার আলোকে আজ রোগীর সার্বিক শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

৩. রোগীর নিউরোলজিক্যাল অবস্থা অপরিবর্তিত রয়েছে। গুরুতর ব্রেন স্টেম ইনজুরি ও সেরিব্রাল এডিমা বিদ্যমান অবস্থায় আছে।

৪. রোগীর শ্বাসপ্রশ্বাস ও মেকানিক্যাল ভেন্টিলেশনের অবস্থা ট্রান্সফারের সময় স্থিতিশীল ছিল। চেস্ট ড্রেইন টিউব কার্যকর অবস্থায় ছিল।

. রোগীর কিডনির কার্যক্ষমতা বজায় ছিল। ইউরিন আউটপুট, ফ্লুইড, ইলেক্ট্রোলাইট ও এসিড-বেস ব্যালেন্স নিবিড়ভাবে মনিটর ও সমন্বয় করা হয়েছে।

৬. পূর্বে বিদ্যমান রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণজনিত জটিলতার যথাযথ চিকিৎসার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।

৭. ব্রেন স্টেম ইনজুরি ও ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারজনিত প্রভাবের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান ছিল।

৮. রোগীর পরিবারকে আজকের চিকিৎসা ব্যবস্থাপনা ও ট্রান্সফার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।

৯. এভারকেয়ার হাসপাতাল ঢাকা আন্তর্জাতিক মান অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে রোগীর চিকিৎসা ও নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করেছে।
সবশেষে, জনাব শরীফ মোঃ ওসমান হাদীর দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করা হচ্ছে।



অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9