হাদিকে গুলির প্রতিবাদ সভায় কেউ না এলেও একাই এক ঘন্টা বক্তব্য দিলেন এনসিপি নেতা
- শেরপুর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ PM
শেরপুরের নালিতাবাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডাকা এক সভায় কেউ উপস্থিত না হলেও একাই প্রায় এক ঘণ্টা বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর এলাকার উত্তর বাজারে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনসিপির শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী আ র ম বাকীবিল্লাহ এ প্রতিবাদ সভার আহ্বান করেন। তিনি এনসিপির নালিতাবাড়ী উপজেলা শাখার স্থগিত কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
জানা গেছে, সভাকে কেন্দ্র করে আগেই মাইকিং করা হয় এবং সাধারণ মানুষকে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়ে সভাস্থলে কোনো নেতাকর্মী বা সাধারণ মানুষ উপস্থিত না হওয়ায় অনেকেই ধারণা করেন, সভাটি আর অনুষ্ঠিত হবে না।
তবে হতাশ না হয়ে ফাঁকা মাঠেই বক্তব্য শুরু করেন আ র ম বাকীবিল্লাহ। তিনি প্রায় এক ঘণ্টা ধরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে বাকীবিল্লাহ বলেন, 'আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ সভার আহ্বান জানিয়েছি, কিন্তু কেউ আসেনি। আজ প্রতিবাদ না করলে আপনার ওপর, এরপর আমার ওপর, এরপর আরেকজনের ওপর—এভাবে হামলা চলতেই থাকবে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে।'