হান্নান মাসউদ আহত

হান্নান মাসউদ আহত
হান্নান মাসউদ আহত  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ কার্যক্রম চালানোর সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর উঠে যায়। প্রাথমিকভাবে কিছুটা অসুস্থ বোধ করলেও তিনি তখনও প্রচারণা চালিয়ে যান। পরে অতিরিক্ত শারীরিক চাপের কারণে তাঁর অবস্থা আরও খারাপ হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, গণসংযোগ পরিচালনার সময় দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে হান্নান মাসউদের সামান্য সংঘর্ষ হয়। অল্প বয়সী এক চালকের চালানো অটোরিকশাটি সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন দিক থেকে এসে তার শরীরে লাগে। এতে তার পায়ে আঘাত লাগে।

তিনি আরও জানান, হান্নান মাসউদের এক্স-রে করা হয়েছে। এতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন। দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক অল্প বয়সী ছিলেন, এখানে কারও কোনো দোষ নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence