আসিফের সঙ্গে গণঅধিকারের আলোচনা, মাহফুজ কোন দলে যাচ্ছেন?

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম  © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এখন কোন দলে যোগ দিচ্ছেন, তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। আসিফ ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মাহফুজ আলম এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি।

গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার বিষয়ে আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘প্রাথমিক আলাপ হয়েছে, আমরা ইতিবাচক। তিনি এলে সম্মানজনক পদ দেওয়া হবে। আগেও আমরা একসঙ্গে আন্দোলন করেছি।’ তবে অন্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

পদত্যাগের আগে বুধবার সংবাদ সম্মেলনে আসিফকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্ত হয়নি। গণঅভ্যুত্থানের সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু তাই বলে এনসিপিতে যোগ দিচ্ছি এটা ধরে নেওয়া ঠিক নয়। কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।’

আসিফের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বৃহস্পতিবার জানান, ‘তিনি এখনো কোনো দলে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে সংবাদ সম্মেলন করে জানাবেন।’

গত বছরের ৮ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হন আসিফ। পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন–সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা তিনি মাসখানেক আগে প্রকাশ করেন। কুমিল্লা থেকে নিজের ভোটার এলাকা বদলে তিনি ইতোমধ্যে ঢাকার ধানমণ্ডিতে স্থানান্তর করেছেন এবং একটি ঢাকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ইচ্ছা ব্যক্ত করেছেন।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসনের ভোটার। সেখানে বিএনপির প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও দলটি ইতোমধ্যে সেই আসনে অন্য প্রার্থী দিয়েছে। তাঁর রাজনৈতিক পরিকল্পনা জানতে চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence