বাউল-ফকিরদের পাশে উপদেষ্টা মাহফুজ, ‘ভিন্নমতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক’

২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও ভিন্নমত দমনের প্রবণতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’

তিনি সতর্ক করেন, জুলুম ও সহিংসতার বদলে ইনসাফ, সহমর্মিতা ও মানবিকতা প্রতিষ্ঠা না করলে গণতান্ত্রিক অর্জন বিপন্ন হবে। তাঁর ভাষায়, ‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।’

মাহফুজ আলম বলেন, সমাজ ও রাষ্ট্রে মতের বৈচিত্র্য, সংস্কৃতির বহুমাত্রিকতা ও মুক্তচিন্তার প্রবাহ বাধাগ্রস্ত হলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ঘটবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন,
‘সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি বিভিন্ন মতধারার মানুষের ওপর নিপীড়ন অবিলম্বে বন্ধ করার দাবি জানান। বিশেষভাবে তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের উপর সবধরনের জুলুম বন্ধ হোক।’

মাহফুজ আলমের এই মন্তব্য ফেসবুকে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই সতর্কবার্তা তাৎপর্যপূর্ণ।

জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাকিব তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি: ফারুক হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
রইলো বাকি এক কেন্দ্র, জয়ের পথে কতটা ব্যবধান বাড়াল শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬
নাট্যকলা-চারুকলা-সঙ্গীতসহ ৯টিতে এগিয়ে ছাত্রদল, শিবির এগিয়ে …
  • ০৭ জানুয়ারি ২০২৬