১৭ বছরের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে উপদেষ্টা মাহফুজের হাতে: মাহবুব আলম
- রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৩ PM
গত ১৭ বছরের তুলনায় গত ১ বছরে উপদেষ্টা মাহফুজ আলমের হাতে বেশি উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তার বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ইউনিয়নের মেহের আলী মোল্লা বাড়ির প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘জনতার উঠান বৈঠকে’ প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম। এ সময় উন্নয়ন, সততা ও পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
কথায় নয়, এনসিপি কাজে বিশ্বাসী উল্লেখ করে মাহবুব আলম বলেন, গত ১৭ বছরে যত উন্নয়ন হয়েছে, তার চেয়ে এক বছরে মাহফুজ আলমের নেতৃত্বে আরও বেশি উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত সবাই ক্ষমতার স্বাদ পেয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্য বদলাতে পারেনি। আমরা নতুন দল হয়ে দেশের রাজনীতিতে সততা, মানবতা ও পরিবর্তনের ধারা আনতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক আর দুর্নীতি থেকে দেশকে মুক্ত করাই আমাদের অঙ্গীকার।
এ সময় বক্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের বাস্তব উদাহরণ স্থাপন করেছে। দলটি এখন জনমানুষের ভরসার প্রতীকে পরিণত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা শাখার নেতারা।