‘শাপলা কলি’ প্রতীকের রূপ কেমন হবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১১:২৩ PM
শাপলা প্রতীকের দাবিতে দীর্ঘদিন অনড় অবস্থান নিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশনের (ইসি) আগের প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায়, দলটির কাঙ্ক্ষিত প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে আসছিল ইসি। অবশেষে গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপনে যে হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ করা হয়, তাতে যুক্ত হয় নতুন প্রতীক ‘শাপলা কলি’। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়।
প্রজ্ঞাপন প্রকাশের পর এনসিপির শীর্ষ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তারা ‘শাপলা কলি’ নয়, শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করতে চান। তবে শেষ পর্যন্ত দলটি তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। এনসিপির নেতারা জানিয়েছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এবং ইসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা এখন ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করেছেন।
এদিকে ‘শাপলা কলি’ প্রতীকটি দেখতে কেমন হবে, তার নকশা বা রূপ এখনো চূড়ান্ত হয়নি। ইসি আনুষ্ঠানিকভাবে কোনো নকশা প্রকাশ করেনি। তবুও এনসিপির কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রতীকের নানান রূপ শেয়ার করছেন। কেউ কেউ রঙ, আকার ও প্রতীকী অর্থ নিয়েও আলোচনা করছেন। তবে দলটির পক্ষ থেকে ইসিকে কোনো নকশা বা প্রস্তাবনা দেওয়া হয়নি। ফলে নির্বাচন কমিশনই নির্ধারণ করবে প্রতীকটির চূড়ান্ত রূপ ও নকশা কেমন হবে।
আরও পড়ুন: ঢাবি ভর্তিতে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদের কপাল পুড়ছে
এনসিপির এক জ্যেষ্ঠ নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শুরু থেকেই শাপলা প্রতীক চাইছিলাম, কারণ এটি আমাদের রাজনৈতিক দর্শন ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার প্রতীক। তবে কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ‘শাপলা কলি’ যুক্ত হওয়ায় আমরা সেটি মেনে নিয়েছি। এখন এই প্রতীক নিয়েই আমরা সামনে এগোবো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই সিদ্ধান্ত দলটির বাস্তবধর্মী ও সমঝোতামূলক রাজনীতির প্রতিফলন। নতুন প্রতীককে ঘিরে দলের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘শাপলা কলির রূপ কেমন হবে, সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো নির্দিষ্ট প্রস্তাব দিইনি। শাপলা কলি দেখতে যেমন হয়, হয়তো সেই অনুযায়ী প্রতীক তৈরি করবে ইসি।’
অন্যদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) মো. আব্দুল হালিম খান বলেন, ‘ইসি এখনো ‘শাপলা কলি’ প্রতীকের নকশা তৈরির কাজ শুরু করেনি। প্রতীকটির আকৃতি বা চেহারা কেমন হবে, সে বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পত্রিকায় একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই বিজ্ঞপ্তিতেই প্রতীকের রূপ ও নকশা সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে।’
কোন প্রস্তাবনা জমা পড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শাপলা কলি কেমন হবে, এ নিয়ে কোন প্রস্তাবনা কমিশনে জমা পড়েনি, এ নিয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে সকলের সামনে শাপল কলি প্রতীক প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়া ছাত্র-তরুণদের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় দলটি নিবন্ধনযোগ্য রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয়।