ঢাবি ভর্তিতে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদের কপাল পুড়ছে

ব্যবসায় শিক্ষা ইউনিট

০৩ নভেম্বর ২০২৫, ০৬:০০ PM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ফটো

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন না। ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ১২০টি আসন রয়েছে। প্রথমবারের মতো এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন না তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের এমন হঠকারী সিদ্ধান্তের কারণে পরিসংখ্যান নিয়ে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা এবার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারছেন না। এর ফলে উচ্চশিক্ষার সুযোগ সংকোচন করা হয়েছে বলে তারা মনে করছেন। অভিভাবকরা এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটি আবেদনও জমা দিয়েছেন বলে জানা গেছে।

তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, সভায় সিদ্ধান্ত নিয়ে এবার থেকে পরিসংখ্যান বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চমাধ্যমিকে এবার পাসের হার কম। কিন্তু এই সিদ্ধান্তে সেটির প্রভাবটি পড়বে না। শতকরা হিসেবে করতে গেলে এক/দুই শতাংশ শিক্ষার্থীরা এই আবেদন থেকে বাদ পড়বেন। তাদের তো অন্য ইউনিটে আবেদন করার সুযোগ আছে বলে তিনি জানান। 

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২৫ সালের পরীক্ষায় গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত মাসের মাঝামাঝি সময়ে এই ফল প্রকাশের পর গত ২৯ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উচ্চমাধ্যমিকে গণিত/জীববিজ্ঞান/পরিসংখ্যান/ভূগোল ইত্যাদি ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় এসে ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে গণিত আবশ্যক থাকতে হয়। তবে ফার্মেসি/বায়োসায়েন্স অথবা মেডিকেল পড়তে গণিত আবশ্যক নয়। এমনকি অন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য (বিবিএ) বিষয় নিয়ে পড়তে উচ্চমাধ্যমিকে গণিত থাকা বাধ্যতামূলক নয়।

তবে এবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের একক সিদ্ধান্তে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদনের অযোগ্য বলে বিবেচিত করা হয়। এদিকে এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের গণিত (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়। এছাড়া মানবিক শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের অর্থনীতি (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ২০২৪-২৫ ভর্তি বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের গণিত অথবা পরিসংখ্যান (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়। এছাড়া মানবিক শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়। এর ফলে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদের কপাল পুড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে।

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9